আপনার সন্তান কি রাতে বিছানায় প্রস্রাব করে ? জেনে নিন কিভাবে সমাধান করবেন | রক্তঘর .কম
সন্তান কি রাতে বিছানায় প্রস্রাব করে |
বাচ্চাদের প্রায় সময় ই দেখা যায় যে তারা রাতে ঘুমের মধ্যে বিছানা প্রস্রাব করে ভিজিয়ে দেয় । যাহা খুব ই সমস্যার বিষয় । এই সমস্যার সমাধান করতে পারবেন একদম ঘরোয়া উপায় এ । নিচের লেখাগুলো মনোযোগ দিয়ে পড়ুন ।
শিশুরা বিছানায় কেনো প্রস্রাব করে ?
শিশুরা তাদের অনিচ্ছায় ই বিছানায় প্রস্রাব করে । বিছানায় প্রস্রাব করতে শিশুদের কোনোরূপ দোষ নেই । এটি সম্পূর্ণ শিশুদের অনিচ্ছায় ঘটে থাকে । সাধারণত কিছু অনিয়ম ভাবে চলাফেরা খাওয়াদাওয়া ইত্যাদি কারণে শিশুরা রাতে ঘুমের মধ্যে বিছানা ভিজিয়ে দেয় প্রস্রাব করে ।
শিশুদের বিছানায় প্রস্রাব করার জন্য রাগারাগি করা উচিত ?
না , একদম ই না । যেহুতু শিশুরা তাদের পুরোপুরি অনিচ্ছায় বিছানায় প্রস্রাব করে থাকে সেহুতু তাদের কে কোনো প্রকার রাগারাগি করা বুদ্ধিমান এর কাজ হবে না । একজন অভিভাবক হিসেবে ঠিকমত বুঝে শিশুকে গাইডলাইন দিতে হবে ।
শিশুদের বিছানায় প্রস্রাব ঠেকাতে কি করা উচিৎ ?
আপনার শিশু যদি বিছানায় প্রস্রাব করে তাহলে তাকে কোনোরূপ শাস্তি , রাগারাগি না করে সাইকোথেরাপি উপায় এ এর সমাধান করা যেতে পরে ।
শিশুকে অনুপ্রেরণা দেওয়া যেনো আর বিছানায় প্রস্রাব না করে । প্রতিদিন রাতে বিছানায় প্রস্রাব না করার পুরষ্কার হিসেবে তাকে কিছু উপহার দেওয়া , অন্তত উৎসাহ দিন যদি উপহার দিতে না পারেন ।
তাছাড়া এ সমস্যা সমাধানের কিছু উপায় আছে নিচে সেগুলো বর্ণনা করা হলো ।
বিজ্ঞদের পরামর্শ অনুযায়ী নিম্নোক্ত কিছু ঘরোয়া উপায় এ বাচ্চা শিশুদের বিছানায় প্রস্রাব করা থেকে বিরত রাখা যায় ।
কিভাবে বাচ্চাদের বিছানায় প্রস্রাব ঠেকানো যায় ?
বাচ্চাদের উপর কিছু উপায় প্রয়োগ করলে তারা আর বিছানায় প্রস্রাব করবেনা । নিচে সেই উপায় গুলো বিস্তারিত পাবেন ।
কিভাবে বাচ্চাদের বিছানায় প্রস্রাব ঠেকানো সম্ভব ?
নিম্নের দেওয়া উপায় সমূহ ফলো করলে আপনার বাচ্চা বিছানায় প্রস্রাব করা থেকে বিরত থাকবে । এই পদ্ধতি সমূহ বিজ্ঞ দের কাছ থেকে নেওয়া ।
দারুচিনির গুঁড়া ব্যাবহার
যে সকল বাচ্চারা ঘুমের মধ্যে বিছানা ভিজিয়ে দেয় প্রস্রাব করে তাদেরকে পুরো একটা দারূচিনি চিবিয়ে খাইতে দিবেন । এতে রাতে বিছানায় প্রস্রাব এর সমস্যা কমে ।
এছাড়াও সকালে নাস্তায় দারুচিনি গুঁড়ো করে চিনির সঙ্গে মিশিয়ে বাচ্চাকে খেতে দিতে হবে । তাহলে বাচ্চার ঘুমের মধ্যে বিছানায় প্রস্রাব করার প্রবণতা হ্রাস পাবে ।
আরও পড়তে পারেন :
অলিভ ওয়েল ব্যাবহার
অলিভ ওয়েল খুব কার্যকরী কাজ করে থেকে । যে সকল বাচ্চারা রাতে বিছানায় প্রস্রাব করে তাদের কে , অলিভ ওয়েল গরম করে বাচ্চার নিম্নাঙ্গে এবং নিম্নাঙ্গের চারপাশে ভালো করে ম্যাসাজ করে দিলে ভালো ফলাফল পাওয়া যাবে ।
একই ভাবে প্রতিনিয়ত এভাবে ম্যাসাজ করতে পারেন । এতে বাচ্চার ঘুমের মধ্যে বিছানায় প্রস্রাব করার প্রবণতা কমানো যায় । এই পদ্ধতি অনুসরণ করে দেখতে পারেন । এতে দ্রুত ফল পাওয়া যায় ।
মধু ব্যাবহার করা
মধু খুব উপকারী একটি জিনিস । বাচ্চাদের বিছানায় প্রস্রাব আটকাতে মধু খুব উপকারী । প্রতি রাতে ঘুমানোর আগে বাচ্চাকে এক চা চামচ মধু পান করাতে পারেন ।
এছাড়াও সকালে নাস্তার পর এক গ্লাস দুধ এর সাথে মধু মিশিয়ে খাওয়ালে ভালো ফল পাওয়া যায় ।
কিভাবে বাচ্চাদের বিছানায় প্রস্রাব আটকাবো ?
বাচ্চাকে দিনের বেলায় বেশি বেশি পানি পান করতে হবে । এবং রাতের বেলায় কম পরিমাণে পানি পান করতে হবে । রাতে ঘুমানোর আগে বাচ্চাকে মূত্রত্যাগ করিয়ে ঘুম পাড়াতে হবে ।
খেয়াল রাখতে হবে যেন বাচ্চা প্রতিদিন পাঁচ থেকে ছয় বার বাথরুম এ যায় । তাহলে রাতে প্রস্রাব এর চাপ থাকবে না ।
উপরোক্ত পদ্ধতি অনুসরণ করে চললে আপনার বাচ্চার ঘুমের মধ্যে বিছানায় প্রস্রাব করা কমতে পারে বলে আশাবাদী ।
সতর্কতা :
উপরের তথ্য গুলো বিভিন্ন বিজ্ঞদের কাছ থেকে নেওয়া । আপনার বাচ্চা যদি নিয়মিত বিছানায় প্রস্রাব করে এবং প্রস্রাব এর রং যদি হলুদাভ হয় তাহলে নিকটস্থ হাসপাতালে গিয়ে অভিজ্ঞ ডাক্তার এর পরামর্শ নিতে হবে ।
পরবর্তী পোস্ট কিসের উপর চান কমেন্টে জানাতে পারেন । আমাদের সাথেই থাকুন । ধন্যবাদ । পোস্ট টি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ।